আজকের শিশুর মধ্যেই লুকিয়ে আছে আগামী সম্ভাবনা । আর এই সম্ভাবনাকে পূর্ণরূপ প্রকাশ ঘটাতে চাই যথার্থ যত্ন ও পরিচর্যা । শিশুর এই পরিচর্যা করতে পারে নিজগৃহ ও বিদ্যালয় । ফলে ঐ বিদ্যালয়কে 'শিশুর সার্বিক বিকাশের সহায়ক' হওয়া প্রয়োজন । " হাজী আহম্মদ হোসেন মেমোরিয়াল মডেল স্কুল " এমনই একটি 'শিশুর সার্বিক বিকাশের সহায়ক' শিক্ষা প্রতিষ্ঠান ।
ইংরেজি হল কাজের ভাষা| জীবনের প্রত্যেক পদে ইংরেজির প্রয়োজনীয়তা আমরা অনুভব করি |এছাড়াও জ্ঞান-বিজ্ঞান চর্চা ও উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম হল ইংরেজি | ইংরেজির এই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে ইংরেজি ভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে | আবার মাতৃভাষা হল মায়ের দুধের সমান | বিশ্বকবির এই চিন্তাকে গুরুত্ব দিয়ে মাতৃভাষা বাংলাকেও গুরুত্ব দেওয়া হয়েছে| পাশাপাশি বিজ্ঞান, গণিত, সমাজবিদ্যা, জি.কে, কম্পিউটার, অংকন, শারীরশিক্ষা ইত্যাদি বিষয়গুলিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে| এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক চর্চা যথা - আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটক ইত্যাদি বিষয়গুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে| এককথায় উপযুক্ত, আধুনিক ও উন্নত মানের শিক্ষার সুযোগ পাবে আপনার শিশু|
     অপরদিকে আমি মনে করি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি স্বতন্ত্র আদর্শবোধ ও সৃজনশীলতা থাকা প্রয়োজন, না হলে সেই প্রতিষ্ঠান কখনই আদর্শ ব্যক্তি ও দেশের সু-নাগরিক তৈরি করতে পারে না |স্বভাবতই আমরা চিরাকাঙ্খিত স্বপ্নিল কল্পিত শিক্ষার কারুকার্যকে বাস্তবায়িত করতে চাই | কেবল পুঁথিনির্ভর শিক্ষা নয়, নৈতিক মনোউন্নয়ণ ও সার্বিক মূল্যবোধের শিক্ষা সুসম্পন্ন করতে সতত নিজেদের নিয়োজিত রাখব| শিশু শিক্ষার জন্য এমন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পেরে আমরা আনন্দিত | আমরা আরো আনন্দিত এই জন্য যে, আমাদের আবেদনে সাড়া দিয়ে বহু শুভবুদ্ধিসম্পন্ন ও শিক্ষা সচেতন মানুষ এগিয়ে এসেছেন| বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা | কৃতজ্ঞতা জানাই সেই সকল অধ্যাপক, শিক্ষক, সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তিকে যারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন | আজকের ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা " হাজী আহম্মদ হোসেন মেমোরিয়াল মডেল স্কুল " আপনার শুভকামনা, দোয়া ও অনুপ্রেরণায় মহীরুহ হয়ে উঠুক | আর আমরা বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক/শিক্ষিকাবৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ থাকবো | আপনার প্রাণের সন্তানকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে ও আপনার স্বপ্ন পূরণ করতে |
মহঃ তারিক আজীম
প্রধান শিক্ষক
হাজী আহম্মদ হোসেন মেমোরিয়াল মডেল স্কুল